প্রকৌশলীকে অপসারণের দাবিতে ঠিকাদারদের মানববন্ধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/21/photo-1432211932.jpg)
গোপালগঞ্জের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন অধিদপ্তর-এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. শরীফ মুনির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাঁর অপসারণ দাবি করেছেন স্থানীয় ঠিকাদাররা। আজ বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে এ দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধরা।
মানববন্ধনে বক্তব্য দেন ঠিকাদার মনিরুজ্জামান শরীফ, অধ্যক্ষ সৈয়দ নিজাম উদ্দিন প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, প্রকৌশলী মো. শরীফ মুনির হোসেন প্রায় ১৫ বছর ধরে গোপালগঞ্জ কর্মরত রয়েছেন। এর ফলে তিনি অন্য ঠিকাদারের লাইসেন্স দিয়ে নিজেই ঠিকাদারি কাজ করছেন।
পাশাপাশি সরকারি ইন্টারনেট ব্যবহার করে দরপত্র পূরণে সহায়তা করা, দ্বিতীয় নিম্ন দরদাতাকে কাজ পাইয়ে দেওয়ারও অভিযোগ করেন বিক্ষুব্ধরা।
তবে প্রকৌশলী মো. শরীফ মুনির হোসেন অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলতে বলেন।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী অরুণ কুমার চৌধুরী বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে দেখা হবে। প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।