কাস্ত্রোর মৃত্যুতে খালেদা জিয়ার শোক
বিপ্লবী নেতা ও কিউবার সাবেক রাষ্ট্রনায়ক ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় খালেদা জিয়া এ শোক প্রকাশ করেন। টুইটবার্তায় খালেদা জিয়া বলেন, মানুষের অকৃত্রিম বন্ধু ও বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো আর নেই। কিন্তু তিনি বিশ্ব ইতিহাসে অমর থাকবেন।’
এ ছাড়া কিউবার সরকারকে খালেদা জিয়া পৃথক এক শোকবার্তা পাঠিয়েছেন।
গতকাল শুক্রবার দিবাগত রাতে কিউবার রাজধানী হাভানায় শেষনিশ্বাস ত্যাগ করেন ফিদেল কাস্ত্রো। ৯০ বছর বয়সী এ নেতার মৃত্যুর খবর টেলিভিশনে ঘোষণা করেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও ফিদেলের ভাই রাউল কাস্ত্রো।

নিজস্ব প্রতিবেদক