চট্টগ্রামে দুর্বৃত্তদের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
চট্টগ্রামের লোহাগাড়া থানায় দুর্বৃত্তদের হামলায় কামাল উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি চরম্বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে চরম্বা ইউনিয়নের নাসির মোহাম্মদপাড়া এলাকায় বাদশা মিয়ার দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কামাল উদ্দিন। এ সময় ১০-১২ দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। দুর্বৃত্তরা প্রথমে তাঁকে মারধর করে। একপর্যায়ে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে চলে যায়। মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে চন্দনাইশ এলাকায় কামালের মৃত্যু হয়।