আন্দোলন না হলে গণতন্ত্র আসবে না : মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘এ অত্যাচারী সরকার, জালিম সরকার, অনির্বাচিত সরকারকে বিতাড়িত করার জন্য আমাদের খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করতে হবে। না হলে এ দেশের উন্নয়ন হবে না, এ দেশে গণতন্ত্র আসবে না।’
আজ রোববার কুমিল্লার চান্দিনা উপজেলায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিলে এ কথা বলেন আব্দুল আউয়াল মিন্টু।
আব্দুল আউয়াল মিন্টু আরো বলেন, ‘আমরা ২০ দলীয় ঐক্য জোটে আছি। এক হয়ে কাজ করতে হবে। আমাদের মধ্যে কোনো দলীয় কোন্দল থাকতে পারবে না।’
কাউন্সিলে মো. খোরশেদ আলমকে সভাপতি, মনিরুল হককে সহসভাপতি, আক্তারুজ্জামান সরকারকে সাধারণ সম্পাদক, ব্যারিস্টার রিজভি আহমেদ মুন্সীকে যুগ্ম সাধারণ সম্পাদক, আবুল হাসেমকে সাংগঠনিক সম্পাদক করে ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ সময় বক্তৃতা করেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক কর্নেল ( অব.) আনোয়ারুল আজিম, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সভাপতি মো. খোরশেদ আলম,সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার, জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী শাখায়াৎ হোসেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।