আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত
জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’কে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা জানিয়েছেন।
এই সংগঠনটির সঙ্গে আল-কায়েদাসহ বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সম্পর্ক আছে বলে সন্দেহ করে পুলিশ।
পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করার জন্য গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়। পুলিশ বলছে, কয়েকজন ব্লগারকে হত্যার ঘটনার সঙ্গে সংগঠনটির সম্পৃক্ততা রয়েছে। এ ব্যাপারে তথ্যপ্রমাণ তাদের কাছে আছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বিবিসিকে বলেন, সংগঠনটির প্রধানসহ প্রায় সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফলে সংগঠনটিকে নির্মূল করা গেছে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু এখন ফেসবুকে-ইন্টারনেটে সংগঠনটির নানা তৎপরতা দেখে এটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশের জানায়, ২০০৮ সাল পর্যন্ত জামিয়াতুল মুসলিমিন নামক একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের হয়ে কাজ করতেন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা। ২০০৯ সালে আনসারুল্লাহ বাংলা টিম নামে কার্যক্রম শুরু করে।