উত্তরাঞ্চলে ট্রাক মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু
পুলিশের চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে উত্তরাঞ্চল ট্রাক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হয়েছে।
ধর্মঘট চলার সময়ে শ্রমিকরা বগুড়া চারমাথা ট্রাক টার্মিনালের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে অবস্থান নেয়। এদিকে কোনো পরিবহন না থাকায় উত্তরাঞ্চলের সবজি-কাঁচামালের ব্যবসায়ীরা বিপাকে পড়েন।
এদিকে ধর্মঘটের বিষয়ে বগুড়া জেলা ট্রাক মালিক শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক খলিলুর রহমান জানান, পুলিশি হয়রানি ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে এই ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা। অবিলম্বে পুলিশি চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া হয়রানি বন্ধে ব্যবস্থা না নেওয়া হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচির কথা জানান তিনি।