বান্দরবানে রাজপুণ্যাহ উৎসব ২১ ডিসেম্বর
বান্দরবানে রাজকীয় উৎসব ঐতিহ্যবাহী বোমাং রাজপুণ্যাহ মেলা আগামী ২১ ডিসেম্বর শুরু হবে। আজ বৃহম্পতিবার দুপুরে বান্দরবান শহরের মধ্যমপাড়ায় রাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বোমাং সার্কেল প্রধান ১৭তম রাজা প্রকৌশলী উচপ্রু চৌধুরী এ ঘোষণা দেন।
উচপ্রু চৌধুরী বলেন, এবারের রাজপুণ্যাহ উৎসব হচ্ছে আমার (বর্তমান রাজার) তৃতীয় এবং বংশ পরম্পরায় ১৩৯তম রাজপুণ্যাহ। বোমাং সার্কেলের প্রজাদের কাছ থেকে জুমের বার্ষিক খাজনা আদায় করতে এবারও তিন দিনব্যাপী রাজপুণ্যাহ উৎসব মেলার আয়োজন করা হয়েছে। বোমাং সার্কেলের অধীনে বান্দরবানের সাত উপজেলার ৯৫টি মৌজা এবং রাঙ্গামাটির কাপ্তাই ও রাজস্থলী উপজেলার ১৪টি মৌজাসহ মোট ১০৯টি মৌজার হেডম্যান, আট শতাধিক কারবারি, রোয়াজারা রাজাকে কুর্নিশ করে জুমের বার্ষিক খাজনা ও উপঢৌকন রাজার হাতে তুলে দিবেন এ উৎসবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রাজপরিবারের সদস্য রাজপুত্র মংহ্নপ্রু মারমা, বালাঘাটা হেডম্যান সাচপ্রু মারমা, প্রেসক্লাব সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু, জেলা প্রেস ইউনিটির সভাপতি আল ফয়সাল বিকাশসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
১৮৭৫ সালে পঞ্চমতম বোমাং রাজা সাকহ্ন ঞোর আমল থেকে বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে প্রতি বছর ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ উৎসব (পইংজ্রা) হয়ে আসছে। রাজপুণ্যাহ মেলাকে ঘিরে রাজারমাঠে আয়োজন করা হয় নাগরদোলা, সার্কাস, বিচিত্রানুষ্ঠান, পুতুল নাচ, মৃত্যুকূপসহ ব্যতিক্রমী নানা আয়োজন। এ ছাড়া হরেক রকম জিনিসপত্রের দোকান এবং রাতব্যাপী চলে যাত্রা অনুষ্ঠান।
প্রতি বছর প্রজাদের কাছ থেকে বার্ষিক খাজনা আদায়ের লক্ষ্যে রাজপুণ্যাহ উৎসবের আয়োজন করে রাজপরিবার।