অস্ত্র কোনো সমাধান নয় : উ শৈ সিং
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/03/photo-1480720146.jpg)
পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং বলেছেন, অস্ত্র কোনো সমস্যার সমাধান নয়। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।
শুক্রবার দুপুরে বান্দরবানের স্থানীয় রাজার মাঠে সেনাবাহিনীর উদ্যোগে পার্বত্য শান্তিচুক্তির ১৯তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বীর বাহাদুর বলেন, পার্বত্য শান্তিচুক্তি সই হয়েছে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য। চার খণ্ডে বিভক্ত চুক্তিতে ৭২টি ধারা রয়েছে, যার মধ্যে ৪৮টি শতভাগ বাস্তবায়িত হয়েছে। আর ১৫টি ধারা আংশিক বাস্তবায়িত হয়েছে। এ ছাড়া বাকি নয়টি ধারা বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। শান্তিচুক্তি সই যেমন হয়েছে, তেমনটি চুক্তির শতভাগ বাস্তবায়নও করা হবে। চুক্তি বাস্তবায়ন হয়নি বলে মিথ্যাচার করার যৌক্তিকতা নেই।
এর আগে স্থানীয় রাজার মাঠে বেলুন উড়িয়ে চুক্তির ১৯তম বর্ষপূর্তির কর্মসূচির উদ্বোধন করেন বীর বাহাদুর। এ ছাড়া সেনাবাহিনীর উদ্যোগে গরিব অসহায় সহস্রাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ কার্যক্রম পরিদর্শন করেন। পরে প্রতিমন্ত্রী সেনা রিজিয়নের উদ্যোগে জেলা সদরের সহস্রাধিক গরিব দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র এবং ১০টি বিদ্যালয়ের ৫০০ ছাত্রছাত্রীকে শিক্ষাসামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, সেনাবাহিনীর সদর জোন কমান্ডার গোলাম মহিউদ্দিন হাওলাদার, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জেলা পুলিশ সুপার সঞ্জিব কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক হারুনুর রশীদ, জেলা সিভিল সার্জন উদয় শংকর চাকমা বক্তব্য দেন।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে জনসংহতি সমিতির (জেএসএস) চুক্তি স্বাক্ষরিত হয়।