বিনা বিচারে আটক তিনজনকে জামিন দিলেন হাইকোর্ট
বিনা বিচারে দেড় যুগ ধরে কারাগারে থাকা চারজনের মধ্যে তিনজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। অন্যজনকে জামিন না দিলেও ৬০ দিনের মধ্যে তাঁর মামলা নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জামিন পাওয়া তিনজন হলেন—মকবুল হোসেন, সেন্টু কামাল ও বিল্লাল হোসেন। তাঁদের মামলা আগামী ৯০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। অপর আসামি চাঁন মিয়াকে জামিন দেননি আদালত। তাঁরা সবাই গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি।
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা ও দেবুল কুমার দে।
এর আগে আদালতের নির্দেশ অনুযায়ী আসামিদের দেড় যুগ কারাগারে থাকা চারজনকে হাইকোর্টে হাজির করা হয়।
একটি বেসরকারি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হওয়ার পর হাইকোর্ট তাঁদের হাজির করতে নির্দেশ দেন। একই সঙ্গে ওই চারজনকে বিনা বিচারে দেড় যুগ আটক রাখা কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।
গত ১৫ নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন ১৭ বছর বিনা বিচারে কারাগারে থাকা ঢাকার সূত্রাপুরের গোয়ালঘাট লেন এলাকার মো. শিপন মিয়া। বিচার শেষ না হওয়া পর্যন্ত তাঁকে জামিন দেন আদালত।