জয়পুরহাটে সরাসরি বাস চলাচলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

জয়পুরহাটে সাবেক বগুড়া-দিনাজপুর হয়ে ক্ষেতলাল-মোলামগাড়ি সড়কে সরাসরি বাস যোগাযোগ স্থাপন, সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কালাই ও ক্ষেতলাল উপজেলাবাসী। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোলামগাড়ি বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে বিক্ষুব্ধ এলাকাবাসী।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাজারের বটতলায় এসে সেখানে প্রতিবাদ সমাবেশ করে দুই উপজেলার বাসিন্দারা। সমাবেশ থেকে অভিযোগ করা হয়, জয়পুরহাট ও বগুড়া জেলার বাসমালিকদের আন্তরিকতা না থাকায় দুই যুগেরও অধিক সময় ধরে সাবেক এই সড়কটিতে সরাসরি বাস যোগাযোগ বন্ধ রয়েছে। এক সময় এ সড়ক জয়পুরহাট ও বগুড়ার যোগাযোগের একমাত্র পথ হলেও বর্তমানে জয়পুরহাট থেকে মোলামগাড়ি এবং মোলামগাড়ি থেকে বগুড়ার বাস আলাদা স্থান থেকে চলাচল করছে। এতে একদিকে যেমন সময়ের অপচয় হচ্ছে অন্যদিকে যাতায়াত খরচও বেশি গুনতে হচ্ছে। ফলে বগুড়ার সাথে সরাসরি বাস যোগাযোগ বন্ধ থাকায় এ অঞ্চলের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
আগামী তিন মাসের মধ্যে জয়পুরহাট-বগুড়া ও বগুড়া-জয়পুরহাটের মধ্যে সরাসরি বাস যোগাযোগসহ সড়ক সংস্কার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে ঘোষণা দেয় স্থানীয়রা।
সমাবেশে বক্তব্য দেন কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান, মৎস্যচাষি সাইফুল ইসলাম, ওষুধ ব্যবসায়ী জাহেদুল ইসলামসহ অন্যরা।
এ সময় উপস্থিত ব্যবসায়ীরা সরাসরি যোগাযোগ না থাকার কারণে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা তুলে ধরেন।
এ বিষয়ে জয়পুরহাট জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাফফর রহমান বলেন, সড়কটিতে বাস চলাচলে তাদের কোনো সমস্যা নেই। বগুড়ার বাসমালিকরা আন্তরিক হলে আলোচনা করে এ সমস্যার সমাধান করা সম্ভব।
অন্যদিকে বগুড়া জেলা বাসমালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন,‘বর্তমানে এ সড়ক আন্তথানা সড়ক হিসেবে বিবেচিত। ফলে এ সড়কে সরাসরি বাস চলাচল করলে অন্য সড়কে চলাচলকারী বাসমালিকরা লোকসানে পড়বে। যার কারণে সড়কটির জয়পুরহাট অংশে জয়পুরহাটের বাস এবং বগুড়া অংশে বগুড়ার বাস চলাচল করছে।’