কালাইয়ে শেয়ালের কামড়ে শিশুসহ আহত ৯
জয়পুরহাটের কালাই উপজেলার দুটি গ্রামে শেয়ালের কামড়ে শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কালাই পৌরসভার সড়াইল ও আওড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন—সড়াইল গ্রামের মফিদুল খন্দকার (৪০), আব্দুল আজিজ (৫৫), আবু বক্কর সিদ্দিক (৬০), জান্নাতুন (০৫), ববিতা (৩০), আব্দুর রশিদ (৫৫) এবং আওড়া গ্রামের মোস্তাফিজুর (৩০), আতিক (২০), সবুজ (২৫)।
আহতদের সবাইকে রাতেই কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজন গুরুতর হওয়ায় তাকে জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শেয়ালের কামড়ে কান ছিঁড়ে যাওয়া মফিদুল খন্দকার বলেন, এশার নামাজের সময় হঠাৎ করে শেয়াল আমার কানে কামড় দেয়, এতে আমার কান ছিঁড়ে যায়। এরপর শেয়ালটি আরও ১০ থেকে ১২ জনকে কামড় দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা আক্তার লিনা জানান, সন্ধ্যার পর বেশ কিছু রোগী শেয়ালের কামড়ে আহত হয়ে এসেছিলেন। তিনি বলেন, তাদের প্রাথমিক চিকিৎসা এবং জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। একজনের কানের ক্ষত গুরুতর হওয়ায় তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

এস আই পাভেল, জয়পুরহাট (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর)