রাজশাহীতে অটোরিকশাচালকের লাশ উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/24/photo-1432479652.jpg)
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রধান কার্যালয়ের পেছন থেকে আজ রোববার সকালে নাহিদ (২৩) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে শাহ মখদুম থানা পুলিশ। নাহিদ নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন কয়েরদাড়া এলাকার মোহাম্মদ রানুর ছেলে।
শাহ মখদুম থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, আজ সকাল ১০টার দিকে নগরীর বনলতা বাণিজ্যিক এলাকায় রাকাব ভবনের পেছনে নর্দমার ভেতর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরের দিকে ছিনতাইকারীরা নাহিদকে হত্যা করে তাঁর অটোরিকশাটি ছিনতাই করেছে। এরপর লাশ নর্দমায় ফেলে পালিয়ে যায়।
এসআই হারুনুর রশিদ জানান, নাহিদের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।