বান্দরবানে ফটোগ্রাফি প্রশিক্ষণ সম্পন্ন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/10/photo-1481390692.jpg)
বান্দরবানে দুই দিনব্যাপী ফটোগ্রাফি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। আলোকচিত্র বিষয়ক পত্রিকা পোট্রেট ও বান্দরবান প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এই কোর্সের আয়োজন করা হয়।
শনিবার ফটোগ্রাফি প্রশিক্ষণের দ্বিতীয় দিনে অংশ নেওয়া জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার ৩০ জন প্রশিক্ষণার্থীকে নৌকায় করে ভাঙ্গামুড়া শীতাপাহাড় এবং ক্যামলং পাড়া পরিদর্শনে নেওয়া হয়। সেখানে বিষয়বস্তু খুঁজে বের করে প্রশিক্ষণার্থীরা পছন্দমতো ছবি তোলে। পরে প্রশিক্ষকরা ভুলভ্রান্তিগুলো ধরিয়ে শিখিয়ে দেন।
বিকেলে জেলা সদরের হর্টিকালচার সেন্টার চত্বরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।
এ সময় অন্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাকসুদ চৌধুরী, সেনাবাহিনীর ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল হাসান, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এ কে এম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজ্জাম্মেল হক বাহাদুর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নূর এ জান্নাত রুমি, পোট্রেট পত্রিকার সম্পাদক রুপম চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রশিক্ষক হাবিব চৌধুরী মিঠু, রনি দাশ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইকবাল করিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক বাটিং মারমা প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন, ফটোগ্রাফির ভূমিকা অপরিসীম। ফটোগ্রাফি বর্তমানে একটি শিল্পের নাম, এ শিল্পের কোনো পরিসীমা নেই। গণমাধ্যমগুলোতে সংবাদ পরিবেশন করে পাঠকদের যতটুকু আকৃষ্ট করা যায়, পাঠক শ্রোতারা তার চেয়ে বহুগুণে বেশি আকৃষ্ট হয় ফটোগ্রাফিতে। ছবি কথা বলে। এখানকার পর্যটন শিল্পের বিকাশে ফটোগ্রাফি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।