জয়কে হত্যা ষড়যন্ত্রের মামলা
সাংবাদিক শফিক রেহমানের জামিন

পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যা ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক শফিক রেহমানকে জামিন দিয়েছেন নিম্ন আদালত।
আজ বুধবার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী জামিনের এই আদেশ দেন।
এর আগে আদালতে শফিক রেহমান তাঁর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।
এ বিষয়ে শফিক রেহমানের আইনজীবী মেজবাহ এনটিভি অনলাইনকে জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে শফিক রেহমান নিম্ন আদালতে হাজির হয়ে জামিন চেয়েছেন।
মামলার এজাহার হতে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বর মাসের যেকোনো সময় বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রিত হন। তারা পরস্পর যোগসাজশে জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন।
পরে ২০১৫ সালের ৩ আগস্ট পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যা পরবর্তী সময়ে মামলায় রূপান্তরিত হয়।
এ মামলায় গত ১৬ এপ্রিল শফিক রেহমানকে আটক করা হয়। অন্যদিকে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এ মামলায় জামিনে রয়েছেন।