ট্রাকচাপায় পরীক্ষা দেওয়া হলো না জোহরার
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পরীক্ষা দিতে যাওয়ার সময় ট্রাকের চাপায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তেঁতুলিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রীর নাম জোহরা খাতুন (৭)। সে উপজেলার পশ্চিম ছাইঙ্গ্যা গ্রামের খায়রুল বশরের মেয়ে। সে ছাইঙ্গ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জোহরা ছাইঙ্গ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল। পথে তেঁতুলিয়াপাড়ায় বালুবোঝাই একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জোহরার মৃত্যু হয়। পরে স্থানীয়রা চালকসহ ট্রাকটিকে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে শিশুর লাশ উদ্ধার করে এবং চালকসহ ট্রাকটি আটক করে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর আলী জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে ট্রাকের চালক ও ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।