মারমা ছাত্রনেতাকে হত্যার প্রতিবাদে লক্ষ্মীছড়িতে হরতাল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/26/photo-1432623999.jpg)
ছাত্রনেতা অংসুইহ্লা মারমার হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। প্রশাসনকে দেওয়া তিন দিনের আলটিমেটাম শেষে বাংলাদেশ ঐক্য পরিষদ ও বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদ এ হরতালের ডাক দেয়।
হরতাল চলাকালে লক্ষ্মীছড়ি-মানিকছড়িসহ উপজেলার অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে দোকানপাটও।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের কারণে এ এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
লক্ষ্মীছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ও মারমা নেতা অংগ্রপ্রু মারমা জানান, গত ২২ মে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে অংসুইহ্লা মারমা মোটরসাইকেলে করে লক্ষ্মীছড়ি সদরে যাওয়ার পথে হাজাছড়ি এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা পাঁচ-সাতজনের একদল সন্ত্রাসী তাঁর গতিরোধ করে। পরে কুপিয়ে ও গুলি করে গুরুতর জখম করে জঙ্গলের দিকে চলে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এর প্রতিবাদে মারমাদের দুটি সংগঠন বাংলাদেশ ঐক্য পরিষদ ও বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদ বিক্ষোভ সমাবেশ থেকে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে তিন দিনের আলটিমেটাম দেয়। আলটিমেটাম শেষ হলেও কাউকে গ্রেপ্তার করতে না পারায় গতকাল রাতে হরতালের ডাক দেয় তারা।