লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে আহত
দুর্বৃত্তের কোপে গুরুতর আহত হয়েছেন লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ নিজাম। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বটতলী বাজারে এ ঘটনা ঘটে। এ সময় দলীয় কার্যালয়ও ভাঙচুর করে দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজামকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাশেদ চন্দ্রগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক।
চিকিৎসাধীন অবস্থায় রাশেদ সাংবাদিকদের জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয়ে বসেছিলেন তিনি। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল পাটোয়ারীর নেতৃত্বে গিয়াস, ফারুকসহ ১০-১৫ জনের একদল লোক হঠাৎ করে সেখানে হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বলে অভিযোগ করেন রাশেদ।
এ ব্যাপারে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এসপি-সার্কেল) খন্দকার গোলাম শাহনেওয়াজ বলেন, ‘দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আঘাত করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’