মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম ধনপুদি বাজারে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব উল আলম পিএসসি।
মুবাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পী খীসার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হুমায়ুন কবির, রিজিয়ন মেডিকেল টিমের প্রধান লেফটেন্যান্ট কর্নেল হামিদ, মহালছড়ি উপজেলার চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মেজর মোহিব আল মাহমুদ প্রমুখ। সভায় মহালছড়ির নিহত সাংবাদিক প্রদীপ শশীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব উল আলম বলেন, পাহাড়ে শান্তি ও উন্নয়নের জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অতীতের ভুলভ্রান্তি এবং অনৈক্য ভুলে বৈচিত্র্যের মাঝেই ঐক্য খুঁজতে হবে। বিশ্বায়নের যুগে বাংলাদেশ সেনাবাহিনী বহির্বিশ্বে শান্তি স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করছে। সেই অভিজ্ঞতা এবং অর্জনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামেও অনগ্রসর জনপদ ও জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল নুমান, নারী ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, সিন্দুকছড়ি ইউপির চেয়ারম্যান সুইনু প্রু চৌধুরী, মাইসছড়ি ইউপির চেয়ারম্যান শান্তশীল চাকমা, সদর ইউপির চেয়ারম্যান লাব্রেচাই মারমা ও ক্যায়াংঘাট ইউপির চেয়ারম্যান কিরণ চাকমাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেনা কর্মকর্তারা ফেরার পথে উপজেলার মনারটেক এলাকায় সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় সম্প্রতি নিহত সাংবাদিক প্রদীপ শশী চাকমাসহ তিন সহোদরের বাবা-মা ও স্ত্রী-সন্তানদের সমবেদনা জানাতে তাঁদের বাড়িতে যান। সেনাবাহিনীর পক্ষ থেকে এ পরিবারটিকে ১০ হাজার টাকা সহযোগিতা দেওয়া হয়।