চিকিৎসক বুলবুল হত্যা, অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

Looks like you've blocked notifications!
ঢাকা মহানগর ও দায়রা জজ আদালত। ফাইল ছবি

রাজধানীর মিরপুরে চিকিৎসক ও ঠিকাদার আহমেদ মাহি বুলবুল হত্যা মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ মে) অভিযোগ গঠনের শুনানি থাকলেও আসামি পক্ষ থেকে ছিল না কোনো আইনজীবী। এর ফলে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৫ মে দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৫ মে) ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ কুদরত-এ-ইলাহির আদালত নতুন এ দিন ধার্য করেন। একইসঙ্গে আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় আদালত স্টেট ডিফেন্স (রাষ্ট্র নিযুক্তিয় আইনজীবী) নিয়োগের জন্য আদেশ দেন।

এ মামলার আসামিরা হলেন—মো. রায়হান ওরফে সোহেল আপন, রাসেল হোসেন হাওলাদার, আরিয়ান খান হৃদয়, সোলায়মান ও রিপন।

নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ২৭ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দন্ত চিকিৎসক আহমেদ মাহি বুলবুল নিহত হন। এ ঘটনায় নিহত চিকিৎসকের স্ত্রী শাম্মী আক্তার শান্তি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর জোনাল টিমের পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ দেলোয়ার হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে, মামলাটি বিচারের জন্য এ আদালতে বদলি হয়ে আসে।