আওয়ামী লীগের যৌথ সভা কাল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/05/27/al-logo_0.jpg)
আওয়ামী লীগের লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া
আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথ সভা আগামীকাল রোববার (২৭ মে) অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ে হবে এই যৌথ সভা।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই যৌথ সভায় সভাপতিত্ব করবেন।
সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।