জামালপুরে ৫ স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন, আটক ২
জামালপুরে পাঁচ স্কুলছাত্রকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। পৌর আওয়ামী কৃষকলীগের সহসভাপতি শেখ মোহাম্মদ রুকন ও তার ভাই শেখ মোতালেবের বিরুদ্ধে এই নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাদেরকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৭ মে) দুপুরে শহরের বগাবাইদ এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার কিশোররা হলেন—বগাবাইদ এলাকার রায়হান (১৩), জোবায়ের (১৫), রাহাত (১৫), জিহাদ (১৫) ও লিমন (১৬)। তারা সবাই বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে দিকে পাঁচ বন্ধু পাশের এলাকা মনিরাজপুর খেজুরতলা মাঠে ফুটবল খেলতে যাচ্ছিল। এ সময় কয়েকজন বন্ধুকে নিয়ে পৌর আওয়ামী কৃষক লীগের সহসভাপতি শেখ রুকনের ছেলে বুলবুল তাদের ওপর হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে, আশপাশের লোকজন এসে তাদেরকে থামিয়ে দেয়।
এই ঘটনার পর ওই পাঁচ স্কুলছাত্র স্থানীয় আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যায়। এ সময় শেখ রুকন ও তার ভাই শেখ মোতালেবের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক ওই পাঁচজনকে জোর করে তুলে নিয়ে গিয়ে স্কুলের পাশের একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করে।
খবর পেয়ে মারধরের শিকার স্কুল ছাত্রদের অভিভাবকরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। পরে, জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন দিলে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই স্কুলছাত্রদের উদ্ধার করে। এ সময় নির্যাতনের অভিযোগে শেখ রুকন ও তার ভাইকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ‘৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই পাঁচ স্কুলছাত্রকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে।’