গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র আপেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রংপুর থেকে আসা ডুবুরি দল প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে নদীর চোরা বালির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত আপেল (১৭) কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনি গ্রামের বাসিন্দা ও কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয়রা জানান, প্রচণ্ড তাপদাহ থেকে মুক্তি পেতে আপেল কয়েক বন্ধুকে নিয়ে করতোয়া নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে ডুব দেওয়ার পর সে আর ওপরে ভেসে ওঠেনি। বন্ধুরা প্রথমে দিশেহারা হয়ে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। পরে আশপাশের লোকজন এসে নদীতে নেমে চেষ্টা চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আতিকুল ইসলাম বলেন, ঘটনা জানার পর রংপুর থেকে ডুবুরি দল পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা তল্লাশির পর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)