গাছ থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
কুমিল্লার কোটবাড়ি এলাকায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে আনসার ক্যাম্প সংলগ্ন একটি বাড়ির পাশের জঙ্গলের গাছ থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে সেটিকে সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর ইকো পার্কের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
রাজেশপুর ইকো পার্কের রেঞ্জ অফিসার হুমায়ুন কবীর এবং কুমিল্লার কোটবাড়ি রেঞ্জ অফিসার এ কে এম লুৎফুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, শনিবার সকালে স্থানীয় লোকজন সাপটি দেখতে পেয়ে জড়ো হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করার চেষ্টা করেন। বিভিন্ন কৌশল প্রয়োগের পর সেটিকে নিরাপদে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়।
রেঞ্জ অফিসার হুমায়ুন কবীর বলেন, সাপটি সম্ভবত খাবারের খোঁজে বেরিয়ে এসেছিল। আমরা যেখানেই এটি ছেড়ে দিয়েছি, সেখানে পর্যাপ্ত খাবার পাওয়া যাবে। এ ধরনের অজগর সাপ বিষধর নয়, বরং পরিবেশের জন্য খুবই উপকারী। কেউ যদি এমন সাপ দেখতে পায়, তাহলে হত্যা না করে বন বিভাগকে খবর দিলে আমরা নিরাপদে উদ্ধার করে নির্দিষ্ট স্থানে অবমুক্ত করব।

মাহফুজ নান্টু, কুমিল্লা