মিঠাপুকুরে কলাবাগান থেকে একনালা বন্দুক-গুলি উদ্ধার
রংপুর জেলা ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে মিঠাপুকুর উপজেলায় একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সচল একনালা বন্দুক ও ৫ রাউন্ড সিসার গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাতেই মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকায় একটি কলাবাগানে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় বন্দুক ও গুলিগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন : লাহোরের বাতাস ‘বিপজ্জনক’, ঢাকার ‘অস্বাস্থ্যকর’
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (ডিবি) তাজেদার আলম ফারুকী জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার বা শনাক্ত হয়নি, তবে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
আরও পড়ুন : আমার ছেলে জিকির করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে : ত্বকীর বাবা
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়নি। জিডিতে উদ্ধারকৃত অস্ত্র দেখানো হয়েছে এবং এ বিষয়ে প্রমাণ মেলাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)