প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু আর নেই
রংপুরের প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু আর নেই। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে ৮১ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আব্দুস সাহেদ মন্টু টানা ৫৫ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে রংপুরের মাটি ও মানুষের কথা দেশ-বিদেশে তুলে ধরছেন।
১৯৬৪ সালে দৈনিক আজাদীর মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের শুরু। পরবর্তীতে তিনি দৈনিক পয়গাম, পিপিআই, ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমস এবং সবশেষ দি ইন্ডিপেন্ডেন্টের রংপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে ১৯৮৬ থেকে ২০১৪ এবং বিবিসি বাংলায় ১৯৮৬ থেকে ২০০৩ সাল পর্যন্ত রংপুর প্রতিনিধি হিসেবে কাজ করেন।
রংপুর প্রেসক্লাব প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা তিনি। সবসময় সংগঠনটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
সাংবাদিকতা ও সমাজে অনবদ্য অবদানের জন্য তিনি বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি মোনাজাত উদ্দিন স্মৃতি পদক, রংপুর ফাউন্ডেশনের সম্মাননা এবং রংপুর জেলা প্রশাসনের সম্মাননাসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা, পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রংপুরের সাংবাদিকতা ও সামাজিক জীবনে আব্দুস সাহেদ মন্টু এক অনন্য নাম— যিনি ব্যক্তি পরিচয়ের ঊর্ধ্বে উঠে সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে একটি জনপদের কণ্ঠস্বর হয়ে উঠেছেন।

নিজস্ব প্রতিবেদক