রংপুরে বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যু
রংপুরে রেক্টিফাইড স্পিরিট মিশ্রিত বিষাক্ত মদ পান করে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন বদরগঞ্জ উপজেলার এবং একজন রংপুর সদর উপজেলার বাসিন্দা। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সংশ্লিষ্ট থানা পুলিশ মৃত্যুর এই বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বদরগঞ্জ উপজেলার পূর্ব শিবপুর গ্রামের বাসিন্দা সোহেল (৩০), বসন্তপুর গ্রামের আলমগীর (৪০) ও রংপুর সদর উপজেলার বাসিন্দা দ্বীনদার আলী (৪২)।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান সরকার জানান, গতকাল রোববার রাতে সোহেল ও আলমগীর রেক্টিফাইড স্পিরিট মিশ্রিত বিষাক্ত মদ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় রাত ১০টার দিকে একজনের এবং রাত ১২টার দিকে অন্যজনের মৃত্যু হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার বাসিন্দা জয়নুল আবেদিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে, রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, একই সময়ে দ্বীনদার আলী নামে আরও এক ব্যক্তি বিষাক্ত মদ পানে মৃত্যু হয়েছে।

এ কে এম মঈনুল হক, রংপুর