অজ্ঞান পার্টির ডিম খেয়ে বেহুঁশ এমপি প্রার্থী, মোবাইল-টাকা লুট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে রংপুর নগরী থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর মডার্ন মোড় এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
রংপুর মহানগরীর তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আজিজার রহমানের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাতিল হলেও ঢাকায় আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান। আপিল কার্যক্রম শেষে ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি বাসে করে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ এলাকায় তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।
আজিজার রহমানের ভাষ্যমতে, বাসে তার পাশের যাত্রী বেশধারী অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে ডিম খাওয়ানোর পর তিনি অচেতন হয়ে পড়েন। এরপর দুষ্কৃতকারীরা তার মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে রংপুর মডার্ন মোড় এলাকায় বাস থেকে নামিয়ে দিয়ে যায়। পথচারীরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
তাজহাট থানার ওসি জানান, আজিজার রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ বিষয়ে তার মেয়ে আশা মনি বলেন, ‘আমার বাবা বর্তমানে তাজহাট থানায় রয়েছেন। আমরা পরিবারের লোকজন তাকে নিতে এসেছি। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হব।’
নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময়ে একজন সংসদ সদস্য পদপ্রার্থী এভাবে ছিনতাই ও অজ্ঞান পার্টির শিকার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

লিটন প্রামানিক, গাইবান্ধা (সাদুল্লাপুর-সুন্দরগঞ্জ)