নাটোরে স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে নিয়ে নির্বাচনি সভায় কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এমন আচরণের পুনরাবৃত্তি ঘটবে না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
গতকাল শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলার গোপালপুর কড়াইতলায় স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা তাইফুল ইসলাম টিপুর এক নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নাটোর জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকার ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বক্তব্যের ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
বিষয়টি প্রশাসনের নজরে এলে শনিবার রাতেই সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অপরাধে তিনি স্বতন্ত্র প্রার্থী টিপুকে অর্থদণ্ড প্রদান করেন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ বলেন, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ অশালীন বক্তব্য দিতে পারেন না। দোষ স্বীকার করায় ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনি পরিবেশ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।
এদিকে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, দলের দায়িত্বশীল পদে থেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ কথা বলা অগ্রহণযোগ্য। বিষয়টি কেন্দ্রে জানানো হবে এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সজিবুল হৃদয়, নাটোর (বাগাতিপাড়া-লালপুর)