সাংবাদিক শাকিলকে পুড়িয়ে হত্যাচেষ্টা : তিন আসামির ৪ মাসের জেল

Looks like you've blocked notifications!
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এনটিভির ফাইল ছবি

যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরাপারসন শাহীন আলমকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় তিন আসামিকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় খালাস পেয়েছেন আরও তিনজন। সাজা হলেও আসামিদের জেলে যেতে হচ্ছে না। আপিলের শর্তে জামিন পেয়েছেন তারা।

আজ মঙ্গলবার (৩০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুর রহিম, জব্বার ও জাকির হোসেন। মামলায় খালাস পাওয়ারা হলেন- শাওন হাওলাদার, অভি ও হাবিবুর রহমান।

আদালতের সরকারি কোঁসুলি (পিপি) শাহজাহান মজুমদার (ফেরদৌস) এসব তথ্য নিশ্চিত করেছেন।

নথি থেকে জানা গেছে, ২০১৬ সালের ৬ নভেম্বর রাজধানীর চকবাজারে দেবীদাস লেনে অবৈধ পলিথিন ব্যাগ তৈরির কারখানা নিয়ে প্রতিবেদন করতে গিয়ে হামলার শিকার হন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরাপারসন শাহীন আলম। রহিম, জব্বার, জাকিরের নেতৃত্বে হামলাকারীরা তাদের ওপর চড়াও হয় এবং ক্যামেরা ভাঙচুর করে। হামলা থেকে বাঁচতে নিকটস্থ একটি মুদি দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয় লোকজন বাধা দেওয়ায় প্রাণে বেঁচে যান শাকিল।

এ ঘটনায় শাকিল হাসান রাজধানীর চকবাজার থানায় বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেন। মামলার পরে ২০১৭ সালের ৬ জুন চকবাজার থানা পুলিশ আটজনকে আসামি করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।