সারা দেশে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী পালন

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর দোয়া মাহফিল। ছবি : এনটিভি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সারা দেশে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪২তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। আজ মঙ্গলবার (৩০ মে) ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের গুলিতে শাহাদাত বরণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম এই সেক্টর কমান্ডার। তাই বিএনপির নেতাকর্মীদের জন্য দিনটি অত্যন্ত শোকাবহ। 

বহুদলীয় গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং উৎপাদনমুখী রাজনীতির প্রবক্তা হিসেবে জিয়াউর রহমান অতি অল্প সময়ে দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন।

সারা দেশ থেকে এনটিভির প্রতিনিধিদের পাঠানো বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শাহাদাতবার্ষিকী পালনের  খবর : 

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে  সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। আজ বেলা ১১টার থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের সুপারমার্কেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা দিয়ে শাহাদাতবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। এছাড়া জেলার প্রায় ৫০টি স্থানে দোয়া মাফিল আয়োজন করা হয়।

জেলা বিএনপির কার্যালয়ে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান, এ কে এম ইরাদত মানু, শহর বিএনপির সদস্য সচিব মাহবুবুল আলম স্বপন ও পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন।  

এ সময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বিএনপির নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।

এম মুনীর চৌধুরী, নড়াইল : নড়াইলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, কুরআন খতম ও মিলাদ মহাফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক  মনিরুল ইসলামের বাসভবনে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যাগে এই আলোচনাসভা, কুরআন খতম ও মিলাদ মহাফিল আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফশিয়ার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুর জামান মিলন, রবি সরদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন আমীর, সদস্যসচিব ফিরোজ মোল্যা, কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ডালিম প্রমুখ।

সঞ্জিব দাস, ফরিদপুর :  ফরিদপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশাল শোক যাত্রা ও সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে শহরের কোর্ট চত্বর থেকে জেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে এ শোক যাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে গোলপুকুর মার্কেটের সামনে পৌঁছে শোক সভা করে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, যুবদলের ফরিদপুর বিভাগীয় সহসভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দি নেতাদের মুক্তি দাবি করেন।

তারেক স্বপন, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। আজ দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখি এলাকায় এবং উপজেলার ১০টি ইউনিয়নে আলোচনা সভা ও অসহায় গরিব দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আবদুসহ অনেকে।

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক আজাদ সরকারকে দেশের মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করলে দেশের মানুষ স্বস্তি পাবে। বহির্বিশ্বেও বাংলাদেশের নাম উজ্জ্বল হবে।’

মোস্তাফিজ আমিন, ভৈরব : কিশোরগঞ্জের ভৈরবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক যাত্রা পুলিশি বাধায় করতে পারেনি স্থানীয় বিএনপি। পরে শোক যাত্রার পরিবর্তে দলীয় কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল করা হয়।

কিশোরগঞ্জের ভৈরবে বিএনপিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকীর শোকযাত্রা  করতে দেয়নি পুলিশ। ছবি : এনটিভি

ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, বিএনপির প্রতিষ্ঠাতার ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ সকালে স্থানীয় আইস কোম্পানির মোড় থেকে একটি শোক যাত্রার আয়োজন করা হয়। সকাল ১০ থেকে ওই শোক যাত্রায় অংশ নিতে দলের নেতাকর্মীরা আসা শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বেলা ১১টার দিকে শোকযাত্রার পরিবর্তে বাসস্ট্যান্ড সংলগ্ন কমলপুরে দলীয় কার্যালয়ে শোকসভা করতে বাধ্য হন তাঁরা।

মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই শোকসভায় এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. আরিফুল ইসলাম, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান, যুবদল সভাপতি মো. দেলোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ আল মামুন প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, পুলিশ বিএনপির কর্মসূচিতে বাধা দেয়নি। তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানালে, তারা সেটি মেনে নিয়ে শোকসভা করে।

রেজ আন উল বাশার তাপস, মেহেরপুর : মেহেরপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর কমিউনিটি সেন্টারে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান বিশ্বাস, জাভেদ মাসুদ মিল্টনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সভাপতির বক্তব্যে মাসুদ অরুণ বলেন, ‘বেগম জিয়ার মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কোনো রকম তালবাহানা করে আর নির্বাচন করা যাবে না।’

আইয়ুব আলী, ময়মনসিংহ : ময়মনসিংহে দলীয় অফিসে কালো পতাকা, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিক পালন করা হয়েছে। শাহাদাতবার্ষিক উপলক্ষে কোরানখানি, দোয়া, আলোচনা সভা, রান্না করা খাবার  বিতরণসহ আলাদা কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি।

ময়মনসিংহ শহরের ৩৩টি ওয়ার্ডে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি পালন করেন জেলা ও মহানগর বিএনপির নেতারা। ছবি : এনটিভি

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির আহ্বায়ক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, এ কে এম মাহবুবুল আলম, যুবদল সভাপতি রুকুনুজ্জামান রুকন, শ্রমিকদলের সভাপতি আবু সাঈদ প্রমুখ।

শহরের ৩৩টি ওয়ার্ডে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি পালন করেন নেতারা।