তাজরীন অগ্নিকাণ্ড : এলেন না সাক্ষী, পেছাল সাক্ষ্যগ্রহণের তারিখ

Looks like you've blocked notifications!
তাজরীন ফ্যাশনসে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফাইল ছবি

আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত ছিল আজ মঙ্গলবার (৩০ মে)। তবে, এদিন আদালতে সাক্ষ্য দিতে আসেননি কোনো সাক্ষী। ফলে, সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ দিলারা আলো চন্দনা আজ এই দিন ধার্য করেন। এই মামলায় এখন পর্যন্ত ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

নথি থেকে জানা গেছে, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে ১১২ জন নিহত ও দুই শতাধিক শ্রমিক আহত হন। ঘটনার পরের দিন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় নাশকতার পাশাপাশি অবহেলাজনিত মৃত্যুর দণ্ডবিধির ৩০৪ (ক) ধারা যুক্ত করা হয়।

পরে, একই বছরের ২২ ডিসেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক এ কে এম মহসিনুজ্জামান খান তাজরীনের চেয়ারম্যান, এমডিসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রের বাকি আসামিরা হলেন– তাজরীন ফ্যাশনসের প্রশাসনিক কর্মকর্তা দুলাল, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম, আনিসুর রহমান, সিকিউরিটি গার্ড রানা ওরফে আনারুল, সিকিউরিটি সুপারভাইজার আল-আমিন, স্টোর ইনচার্জ আল-আমিন ও লোডার শামীম মিয়া।