ডিআইজি মিজানের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি ৫ জুন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/05/31/dig.jpg)
অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মামলায় পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৫ জুন দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার (৩১ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. মঞ্জুরুল ইমাম এই দিন ধার্য করেন। এদিন মিজানুর রহমানের পক্ষে তার আইনজীবী যুক্তি-তর্ক শুনানি করেন। তবে ডিআইজি মিজানের ছোটভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান পক্ষে যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় বিচারক আগামী ৫ জুন পরবর্তী দিন ধার্য করেন।
আদালতের বেঞ্চ সহকারী জাহিদুল ইসলাম বিষয়টি জানিয়ে বলেন, আজ এ মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য নতুন এদিন ধার্য করেন।
এদিন ডিআইজি মিজানকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি তার ছোটভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসানও আজ আদালতে হাজিরা দেন। তবে, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে।
মামলার নথি থেকে জানা যায়, তিন কোটি সাত লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও তিন কোটি ২৮ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে গত ২৪ জুন মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলায় মিজানুর রহমান, তাঁর স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানার এসআই মো. মাহমুদুল হাসানকে আসামি করা হয়।