ছাত্র অধিকার পরিষদের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৯ জুলাই

Looks like you've blocked notifications!
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ফাইল ছবি এনটিভির

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিনের দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেন ও সম্পাদক আকরাম হোসেনসহ ২৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ জুলাই পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর আজ বৃহস্পতিবার (১ জুন) এ দিন ধার্য করেন।

শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ফকির বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, ‘আজ এ মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল, কিন্তু তদন্ত প্রতিবেদন না আসায় বিচারক নতুন দিন ধার্য করেন।’

এজাহার থেকে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে ২০২২ সালের ৭ অক্টোবর আবরার ফাহাদের স্মরণসভায় ছাত্র অধিকার পরিষদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার পরই ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন। মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। 

এর আগে, হামলার পর ৬ অক্টোবর সন্ধ্যায় ওই ঘটনায় আহত বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন বাদী হয়ে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অজ্ঞাননামা ১৪০-১৫০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন। মামলা নম্বর ১৫(১০)২২।