ধর্ষণের পৃথক মামলায় দুজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

ধর্ষণের ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১ জুন) এসব রায় দেন ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক বেগম মাফরোজা পারভীন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই জন হলেন–ভোলার ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের মো. কাশেমের ছেলে মো. বিল্লাল হোসেন এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার বৈশাখীপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে সাইদুল ইসলাম। তাদের উভয়কে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুই বছর কারাদণ্ডের সাজা পাওয়া আসামি হলেন চাঁদপুরের শাহরাস্তি থানার বিজয়পুর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে মো. হাসান ইমাম মজুমদার। কারাদণ্ডের পাশাপাশি তাকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একটি মামলার নথি থেকে জানা গেছে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. বিল্লাল হোসেন ২০১৯ সালের ২৪ নভেম্বর ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে। ওই ঘটনায় রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। এরপর এ মামলায় ২০২১ সালের ১৩ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।

অপর মামলার নথি থেকে জানা গেছে, যাবজ্জীবনপ্রাপ্ত অপর আসামি সাইদুল ইসলামের (২৭) বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ২০১৮ সালের ২১ জুলাই মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়। এরপর এ মামলায় ২০২০ সালের ২০ আগস্ট অভিযোগ গঠন করেন আদালত।