অবৈধভাবে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : পরিবেশমন্ত্রী
‘অবৈধভাবে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে’ বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। আজ সোমবার (৫ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘নিষিদ্ধ পলিথিন ব্যাগের উৎপাদন, পরিবহন, বাজারজাত ও সংরক্ষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জানুয়ারি ২০১৯ সাল হতে ফেব্রুয়ারি ২০২৩ সাল পর্যন্ত মোট দুই হাজার ১৯৮টি অভিযান পরিচালনা করে তিন হাজার ৬১৭টি মামলা করা হয়েছে। এর মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে পাঁচ কোটি ৪২ লাখ ১৮ হাজার টাকা। বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে ১৬৯ জনকে। এ ছাড়া এক হাজার ৭৪৫ টন পলিথিন, দানা ও কাঁচামাল জব্দ করা হয়েছে।’
পরিবেশেমন্ত্রী বলেন, ‘আসুন আমরা সবাই চারা সংগ্রহ করি, পতিত ও আশপাশের অব্যবহৃত খালি জায়গায় গাছ লাগাই ও পরিচর্যা করি। নিজদের জন্য সুস্থ সুন্দর পৃথিবী গড়ি। প্রতি বছরের মতো এ বছরও সারা দেশে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও জাতীয়, বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে। এসব মেলা হতে চারা সংগ্রহ করা যাবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ। এতে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. সাবের হোসেন চৌধুরী।