দেশে ১০ হাজার গাছ লাগাচ্ছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন

Looks like you've blocked notifications!
৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি গতকাল সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের চত্বরে উদ্বোধন করা হয়

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন। সারা দেশে সংগঠনটির সদস্যরা নিজ নিজ কর্মক্ষেত্রে বিভিন্ন ফলজ, ভেষজ ও ঔষধি গাছ লাগাবেন। সংগঠনের পক্ষ থেকে এবার পরিবেশ দিবসকে কেন্দ্র করে দেশজুড়ে অন্তত ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গতকাল সোমবার (৫ জুন) পরিবেশ দিবসের সকালে রাজধানীতে পরিকল্পনা মন্ত্রণালয়ের চত্বরে কেন্দ্রীয়ভাবে সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন পরিকল্পনা বিভাগের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য সত্যজিত কর্মকার ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আব্দুল্লাহ আল হাদী বলেন, ‘সবাই মিলে পরিবেশ রক্ষায় কাজ করার প্রত্যয় থেকে বৃক্ষরোপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা দেশে আমাদের সহকর্মীরা শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজ নিজ অফিসের আঙিনায় গাছ লাগাবেন। আশা করি, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি গাছ লাগানো সম্ভব হবে।’

চাকরিতে যোগদানের এক দশক পূর্তি উদযাপন করতেই ১০ হাজার গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানান সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী।

সংগঠনটি জানায়, ‘গ্রীন ইওর আর্থ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সবুজ পৃথিবীর স্বপ্ন বুনছেন ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যরা। যদিও এবারই প্রথম নয়, গত কয়েক বছর ধরে এই ব্যাচের কর্মকর্তারা নিজ নিজ আঙিনায় লাগিয়েছেন বিপুল সংখ্যক গাছ।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় দে সজল, আহসান হাবিব জিতু, মোসাব্বের রহমান শুভ্র, সবুজ হাওলাদার, কবির জুয়েল, মো. জাহাঙ্গীর আলম, সিফাতই জাহান, কারিমা আকতার, মাসুমা জান্নাত, এম এ বাশার, মোবারক হোসেন, মেহেদী মাসুদ ফয়সাল, নাজমা পারভীন, সুরাইয়া সুলতানা নিপু, মাহফুজুল ইসলাম, মেসবাউল হোসেন ও আহসান সাগর প্রমুখ।