৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার, একজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
ঢাকা মহানগর ও দায়রা জজ আদালতের ফাইল ছবি এনটিভির

রাজধানীতে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় জাহিদ হাসান নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। 

আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিচারক আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন এবং তা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন। এদিকে রায় ঘোষণার সময় আসামি জাহিদ হাসান পলাতক আছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এজাহার থেকে জানা গেছে, ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে রামপুরা থানাধীন বনশ্রীর ৬ নং রোডের বি ব্লকের একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। 

এ ঘটনায় র‌্যাব-৩-এর ওয়ারেন্ট অফিসার আবুল বাশার রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করেন। পরে ওই বছরের ৩১ মে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক(এসআই) শ্যামল চন্দ্র ধর। 

মামলার পরে বিচারক ২০ মে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ১৫ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।