ইইউ পার্লামেন্টের সদস্যদের বিবৃতি অনাকাঙ্ক্ষিত : কৃষিমন্ত্রী
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সুষ্ঠুভাবে আয়োজনে ভূমিকা রাখতে এবার ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলের উদ্দেশে একটি চিঠি দিয়েছে। এই চিঠিকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্যের বিবৃতি ভিত্তিহীন ও অনাকাঙ্ক্ষিত। এ বিবৃতিটি দেখে মনে হয়েছে, এটি বিএনপি দিয়েছে। বিএনপির ইইউ শাখার বিবৃতির মতো হয়েছে এটি।’
আজ বুধবার (১৪ জুন) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, ‘ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীরা আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নিরাপদ থাকে। বর্তমান সরকারের আমলে দারিদ্র্যের হার আমরা ৪০ ভাগ থেকে ১৮ ভাগে নামিয়ে এনেছি। চরম দারিদ্র্যের হার ১৮ ভাগ থেকে ছয় ভাগে নামিয়ে এনেছি।’
মাশরুম চাষ সম্প্রসারণ ও জনপ্রিয় করতে পারলে তা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘বর্তমানে প্রতিবছর দেশে প্রায় ৪০ থেকে ৪১ হাজার টন মাশরুম উৎপাদন হচ্ছে, যার আর্থিক মূল্য প্রায় ৮০০ কোটি টাকা। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অনেক দেশেই মাশরুম রপ্তানির সুযোগ রয়েছে। চাষিরা শুকনা ওয়েসটার মাশরুম রপ্তানি শুরু করেছে, যার অনেক চাহিদা আছে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে গেস্ট অব অনার হিসেবে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিম, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া বক্তব্য দেন।