জাপান টোব্যাকোর আয়োজনে রাজধানীতে চিত্রপ্রদর্শনী

Looks like you've blocked notifications!
গোদাই : দ্য হারমনি অফ এলিমেন্টস শীর্ষক চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান ও বাংলাদেশে অবস্থানরত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। ছবি : জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ

খ্যাতিমান শিল্পীদের বিভিন্ন চিত্রকর্ম নিয়ে রাজধানীর বারিধারায় জাপান দূতাবাসের এনেক্স ভবনে চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) এই চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বাংলাদেশে অবস্থানরত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

‘গোদাই : দ্য হারমনি অফ এলিমেন্টস’ শীর্ষক চিত্রপ্রদর্শনী চলবে ২১ জুন পর্যন্ত। সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এটি। চিত্রপ্রদর্শনীটিতে চিত্রশিল্পী মাহমুদুল হক, মনিরুল ইসলাম, তায়েবা বেগম লিপি, আনিসুজ্জামান আনিস, রোকেয়া সুলতানাসহ দেশের অন্যান্য খ্যাতিমান শিল্পীদের বিভিন্ন শিল্পকর্ম রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, ‘জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। শিল্প ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নে সহায়তা করে যাচ্ছে তারা। এই চিত্রপ্রদর্শনী দুদেশের সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ়ভাবে ব্যাখ্যা করে। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার অপেক্ষায় থেকে আমি জাপান টোব্যাকোর এই উদ্যোগকে সাধুবাদ জানায়।’

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরকালে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে সাংস্কৃতিক সহযোগিতার সম্প্রসারণ ও জনগণের বিনিময়ের গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন। আমি মনে করি, জাপান ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক বিনিময় দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।’

জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর পল হলওয়ে বলেন, ‘আমরা ২০১৮ সালে যুগান্তকারী বিনিয়োগের মাধ্যমে যাত্রা শুরু করি এবং প্রথম থেকেই জাপানের সঙ্গে সম্পৃক্ত শিল্পকর্ম উদযাপন করে আসছি। জাপান-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর উদযাপন করতে গত বছরও আমরা একটি চিত্রপ্রদর্শনী আয়োজন করেছিলাম। এ ছাড়াও বাংলাদেশিদের জাপানিজ ভাষা শেখায় সহযোগিতা করে আসছি।’