সিলেটে বন্যার শঙ্কা, বেড়েছে নদ-নদীর পানি
গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতে সিলেটের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী ৪৮ ঘণ্টায়ও ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে, ইতোমধ্যে বিপৎসীমা ছাড়িয়েছে জেলার প্রধান নদীর পানি। এ ছাড়া পাহাড়ি ঢলের আশঙ্কাও করা হচ্ছে। এতে করে জেলায় বেড়েছে বন্যার শঙ্কাও।
আজ রোববার (১৭ জুন) সকালের দিকে পানি ছিল বিপৎসীমা ছুঁই ছুঁই। তবে, বিকেলের মধ্যেই সিলেটের প্রধান নদী সুরমার পানি বিপৎসীমা ছাড়িয়ে যায়।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশিফ আহমেদ জানান, বিকেল ৩টার দিকে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি ছাড়িয়ে যায় বিপৎসীমা। এ সময় পানি বিপদসীমার শূন্য দশমিক ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
সিলেটের আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ১১৫ দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪৯ মিলিমিটার। আগামী ৪৮ ঘণ্টা সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহাড়ি ঢল নামার শঙ্কা করছে তারা।