জনগণকে সঙ্গে নিয়েই আওয়ামী লীগ নির্বাচনে যাবে : বাহাউদ্দিন নাছিম
জনগণকে সঙ্গে নিয়েই আওয়ামী লীগ নির্বাচনে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আজ শনিবার (২৪ জুন) সন্ধ্যায় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘যে কোনো মূল্যে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। সব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে। কোনো অপশক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না। নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন। আর রাষ্ট্র পরিচালনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে। এ দেশকে তিনি বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিশ্বের শতাধিক মিডিয়া শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশ করেছেন। যেখানে উল্লেখ করা হয়েছে, টানা চতুর্থবার ও পঞ্চমবারের মতো রাষ্ট্র পরিচালনা করবেন শেখ হাসিনা।’
জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন আজাদুর রহমান মুন্সী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, গোলাম মাওলা আকন্দ, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাঈম, জেলা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মশিউর রহমান ইলিয়াছ শরীফ, জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ খান, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক প্রমুখ।