নেত্রকোনায় পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার পশুর হাট পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। আজ রোববার (২৫ জুন) জেলা সদরের সবচে বড় আমতলা পশুর হাট পরিদর্শন করেন তিনি।
পশুর হাট পরিদর্শনে গিয়ে পুলিশ সুপার কেউ অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে যাতে কেউ সর্বস্বান্ত না হয় এবং জাল টাকা শনাক্তকরণ সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
পশুর হাটের ইজারাদার, ক্রেতা-বিক্রেতাদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, সুনির্দিষ্ট তথ্য ছাড়া গরুবাহী কোনো গাড়ি পুলিশ থামাবে না।
এ সময় রাস্তায় গরু পরিবহণে হয়রানি বা চাঁদাবাজির শিকার হলে ৯৯৯ অথবা হ্যালো এসপি নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়।
পুলিশ সুপার পশুর হাট পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক, পরিদর্শক (শহর ও যানবাহন) মৃদুল রঞ্জন দাসসহ পুলিশ সদস্যরা।