বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও প্রধানমন্ত্রীর নামে গরু কোরবানি

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার কোরবানি দেওয়া সেই গরুর মাংস বিতরণ করা হয়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও প্রধানমন্ত্রী শেখ  হাসিনার নামে পশু কোরবানি দিয়েছেন কিশোরগঞ্জের কৃষক দম্পতি বুলবুল আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহান। গতকাল বৃহস্পতিবার (২৯ জুন) শেখ হাসিনার পক্ষ থেকে কোরবানি শেষে সেই গরুর আধা টনের বেশি মাংস স্থানীয় দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। বুলবুল আহমেদের বাবা-মা, বুলবুল আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহানের নামও গরুটি কোরবানিতে উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে বলেন, ‘কোরবানির গরুতে ৫৬৫ কেজি মাংস হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এই মাংস স্থানীয় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।’

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুনের উপস্থিতিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ও সুখিয়া ইউনিয়নের ১৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারে এই মাংস বিতরণ করা হয়।

কোরবানির পর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী, দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

কোরবানির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দিতে ২০২০ সালে নেত্রকোণা থেকে আড়াই লাখ টাকায় ক্রস ব্রাহমা প্রজাতির গরুটি কিনেছিলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের কৃষক বুলবুল আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহান। কিশোরগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ বলেন, ‘তারা (কৃষক বুলবুল দম্‌পতি) প্রধানমন্ত্রীর প্রতি আবেগ ও ভালোবাসা থেকে গরুটি কিনেছেন।’

গত ৯ জুন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন কিশোরগঞ্জের বুলবুল আহমেদের গরু লালন-পালনের বিষয়টি প্রধানমন্ত্রীকে জানান। এ সময় প্রধানমন্ত্রী বুলবুল আহমেদ দম্পতির ভালোবাসা গ্রহণ করে উপহারের গরুটি কোরবানি দিতে সম্মত হন।