বড় আর্থিক সহায়তা ছাড়া এসডিজি অর্জিত হবে না : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় অর্থ ও প্রযুক্তি সরবরাহের জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার (১ জুলাই) ঢাকা সফররত জাতিসংঘের উপমহাসচিব আমিনা জে মোহাম্মদের সভাপতিত্বে ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে এ আহ্বান জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আশঙ্কা করছি, অর্থায়নে বড় ধরনের সহায়তা না দিলে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জিত না-ও হতে পারে।’
চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের এসডিজি শীর্ষ সম্মেলনের আগে পররাষ্ট্র মন্ত্রণালয় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা শীর্ষ সম্মেলন ২০২৩’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক, জাতিসংঘের লক্ষ্যমাত্রা নির্ধারণের আট বছর পরও এসডিজি অর্জনে অর্থায়ন প্রক্রিয়া খুব দ্রুত এগোচ্ছে না। বাংলাদেশের ক্ষেত্রে আমরা খুব ভালো করেছি। আমরা এসডিজিকে অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছি এবং আমরা এটিকে আমাদের পুরো সিস্টেমে অন্তর্ভুক্ত করেছি। বাংলাদেশ তার এসডিজি অর্থায়নের ৮৫ শতাংশ অভ্যন্তরীণভাবে এবং বাকি ১৫ শতাংশ আন্তর্জাতিক সংস্থা থেকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
ড. মোমেন বলেন, ‘২০৩০ সালের নির্ধারিত সময়সীমার মধ্যে এসডিজি অর্জনের জন্য আর্থিক প্রবাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ সৃষ্টির এটাই উপযুক্ত সময়।’
জাতিসংঘের উপমহাসচিব আমিনা বলেন, ‘জাতিসংঘ মহাসচিব সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে এসডিজির জন্য নিজেদের গুচ্ছ পরিকল্পনা তুলে ধরতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এতে এসডিজি বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উপউপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরী, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির ও ইউনিলিভার বাংলাদেশের পরিচালক শামীমা আক্তার।