ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চল প্লাবিত
সুনামগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় জেলার বেশির ভাগ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া সুনামগঞ্জ শহরের তেঘরিয়া, আরপিননগর, পশ্চিম হাজীপাড়া ও নবীনগরে রাস্তাঘাট-বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। শহরের কাজির পয়েন্ট এলাকায় সড়কেও পানি উঠে যাওয়ায় স্বাভাবিক চলাচলে অসুবিধার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার মানুষ। মানুষের বাড়িঘরে পানি ঢুকে পড়ায় সব শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ‘যদি কারো বাড়িঘরে পানি উঠে যায়, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিতে অনুরোধ করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রশাসন প্রস্তুত রয়েছে।’
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৩৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা ভারী বর্ষণের আশঙ্কা থাকায় পরিস্থিতির অবনতি হবে। বন্যার সৃষ্টি হলেও পানি দ্রুত নেমে যাবে।