এতিমদের সঙ্গে নিয়ে হবিগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
এতিম শিশুদের মৌসুমী ফল খাওয়ানোর মধ্য দিয়ে হবিগঞ্জে এনটিভির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২১ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। সোমবার (৩ জুলাই) এনটিভি হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
বিশেষ অতিথি ছিলেন—হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, ইংল্যান্ড প্রবাসী কমিউনিটি লিডার আবুল কাশেম, কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডিবিসি প্রতিনিধি মো. ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল ও চ্যানেল টুয়েন্টিফোর এর প্রতিনিধি রাসেল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও এটিএন বাংলার প্রতিনিধি আবদুল হালীম, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি এস এম সুরুজ আলি, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক তানভীর হোসেন প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার শিক্ষক আব্দুল্লাহ।
অনুষ্ঠানে হবিগঞ্জ সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের আম ও আনারসসহ বিভিন্ন মৌসুমী ফল খাওয়ানো হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা এনটিভির এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।