সার্ক গ্লোবাল লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন নুরুদ্দীন আহমেদ
দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দীন আহমেদকে সার্ক গ্লোবাল লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়েছে। আজ রোববার (২৪ নভেম্বর) নেপালের কাঠমান্ডু কে এম সি অডিটোরিয়ামে তাঁকে সার্ক গ্লোবাল লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৪ তুলে দেন নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং।
দেশের প্রবীণ ফটোসাংবাদিক নুরুদ্দীন আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী। ১৯৫৪ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণকারী নুরুদ্দীন আহমেদের দেশের শিল্প খাতে রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। তিনি জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য। নুরুদ্দীন আহমেদ বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পাঁচবার সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন।

নিজস্ব প্রতিবেদক