সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল
সুইডেনে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (৭ জুলাই) বাদ জুমা জেল রোড থেকে শুরু হওয়া মিছিলটি রেল স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা উত্তর জামায়াতের সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, অ্যাডভোকেট মাইনুল আলম, শহর জামায়াতে ইসলামীর আমির মো. রেজাউল করিমসহ জেলা ও শহর নেতারা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতনেতারা বলেন, পবিত্রগ্রন্থ আল কোরআন বিশ্ব মানবতার মুক্তির দিশারী। এটির কোনো ধরনের অপমান মুসলমানরা সহ্য করবে না। কাজেই কোরআন মজিদ পোড়ানোর সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জেলা জামায়াতের এ মিছিলকে কেন্দ্র করে সারা শহরে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলের শেষের দিকে রেল স্টেশন এলাকায় পুলিশের উপস্থিতিতে কিছুটা উত্তেজনা দেখা দিলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানায়, মিছিল থেকে পুলিশ দুজনকে আটক করেছে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোনো বিশৃঙ্খলা বা গ্রেপ্তারের ঘটনা ঘটেনি।
এদিকে একই ঘটনায় জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। জেলার বীরগঞ্জ উপজেলায় উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআন মজিদে অগ্নিসংযোগ করে সে দেশের কতিপয় উগ্রবাদী।