শেখ হাসিনা বিদেশিদের রক্তচক্ষুর তোয়াক্কা করেন না : নিখিল
জামালপুরে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বিদেশিদের রক্তচক্ষু তোয়াক্কা করেন না শেখ হাসিনা। আমার দেশ নিয়ে, সংবিধান নিয়ে, নির্বাচন নিয়ে বিদেশিরা বাড়াবাড়ি করবে, তাতে দেশের মানুষ চুপ করে বসে থাকবে না। আজ শনিবার (৮ জুলাই) বিকেলে জামালপুরের ইসলামপুরে উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিখিল বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণ ভোট দেবে এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই নির্বাচিত হবেন।’
যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি একটি জঙ্গি সংগঠন। তারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে। আর বিএনপির নেত্রী খালেদা জিয়া মিথ্যাবাদী। তার কাজই মিথ্যা বলে মানুষকে ধোকা দেওয়া। সে মিথ্যা কথা বলে ক্ষমতায় এসে দেশের উন্নয়ন না করে দেশের মানুষের সাথে বেইমানি করেছে। আর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’
‘দেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাক বিএনপি এটা চায় না’ উল্লেখ করে নিখিল বলেন, ‘আজ যারা মানবাধিকারের কথা বলেন। তাদের নেতা জিয়াউর রহমানই সর্বপ্রথম মানবাধিকার লঙ্ঘন করেছেন।’
ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ইসলামপুর উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম হোসনে আরা, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান, পৌর মেয়র আব্দুল কাদের সেখ প্রমুখ।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট রাসেদুল ইসলাম খোকন।
প্রথম অধিবেশন শেষে উপজেলার ফরিদুল হক খান অডিটোরিয়ামে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সম্মেলনে নয়জন সভাপতি প্রার্থী এবং আটজন সাধারণ সম্পাদক প্রার্থী রয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পদে কারও নাম ঘোষণা করা হয়নি।