আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
জামালপুরে আওয়ামী লীগ থেকে ৪০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। আজ সোমবার (১০ জুলাই) দুপুরে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগনেতা গোলাম রব্বানীর নেতৃত্বে ৪০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তাঁরা বিএনপিতে যোগদান করেন বলে জানান।
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন যোগদানের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আওয়ামী লীগনেতা গোলাম রব্বানীর নেতৃত্বে ৪০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এ উপলক্ষে যোগদানকরীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
এ সময় ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় বিএনপির জলবায়ুবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপিতে যোগ দেওয়া গোলাম রব্বানী বলেন, ‘স্বাধীনতার দাবিদার আওয়ামী লীগকে ভালোবেসে দীর্ঘদিন ওই দলের কর্মী হিসেবে কাজ করি। কিন্তু স্বাধীনতার যে মূল উদ্দেশ্যে ছিল ভাতের এবং ভোটের অধিকার, সেই ভোটের অধিকার পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে আজ দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেছি।’
জামালপুর পৌর আওয়ামী লীগের ১৫ নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানীর নেতৃত্বে বিভিন্ন এলাকার ৪০ নেতাকর্মী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দে। তবে সবার নাম-পরিচয় এখনও জানা যায়নি।